শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

‘করোনা মহামারির প্রাক্কালে এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব জনজীবনকে বিপন্ন করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৬৫ টাকা বৃদ্ধির সুপারিশ করায় নেতৃদ্বয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গঠিত কারিগরি কমিটির তীব্র সমালোচনা করেন।

আজ বুধবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনা মহামারির ফলে জনজীবন এমনিতেই চরম দুর্বিষহ। চাল-ডাল, ভোজ্যতেল, চিনি, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধিতে মানুষ যখন অতিষ্ট, তখন এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনকে বিপন্ন করে তুলবে। তারা এনার্জি রেগুলেটরি কমিশন গঠিত কারিগরি কমিটির ৬৫ টাকা মূল্যবৃদ্ধির জনবিরোধী সুপারিশ প্রত্যাহারের দাবি জানান।

সেইসাথে সরকারি উদ্যোগে পর্যাপ্ত সিলিন্ডার গ্যাস উৎপাদন করার উদ্যোগ গ্রহণ এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার আহ্বান জানান।।

পাবনায় ইসলামী শ্রমিক আন্দোলনের নেতার উপর সন্ত্রাসী হামলার নিন্দা ইসলামী শ্রমিক আন্দোলনের পাবনা জেলা পশ্চিম সভাপতি জোবায়ের আহমেদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সন্ত্রাসীরা জোবায়ের আহমদের উপর হামলা করে তার দুই হাত ভেঙ্গে দিয়ে কাপুরোষিত কাজ করেছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানান নেতৃদ্বয়।

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের অসুস্থ নেতার পাশে নগর সভাপতিসহ নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর সংখ্যালঘূ বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইসমাইল হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নগরীর সায়দাবাদস্থ আল-কারীম জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

নগর দক্ষিণের অসুস্থ নেতাকে দেখতে হাসপাতালে যান সংগঠনের দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়ালসহ নগর নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ অসুস্থ আলহাজ্ব ইসমাইল হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করে দোয়া করেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ