শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

‘দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের জন্য পূর্ণাঙ্গ ইসলাম পালন করা আবশ্যক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য পূর্ণাঙ্গ ইসলাম পালন করা আবশ্যক। তাই দেশ ও জাতির স্বার্থে ইসলামী শাসন প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। বার বার যারা এদেশের ক্ষমতায় আরোহন করছেন তাদের মাধ্যমে দেশের উন্নতির পরিবর্তে ক্ষতিই বেশি হয়েছে। বর্তমান সরকারের সকল স্তরে দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের সাধারণ জনগণ অতিষ্ট। জনগণ এখন এদের থেকে মুক্তি চায়, তাই দেশ জাতি ও ইসলামের স্বার্থে ইসলামী আন্দোলনের প্রশিক্ষিত দায়িত্বশীলদের পাশাপাশি সমাজের এলিট শ্রেণিকেও এগিয়ে আসতে হবে।

আজ সকাল থেকে দিনব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে শহরের আইএবি মিলনায়তনে দিনব্যাপী থানা দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ এর সভাপতিত্বে এবং জেলা প্রশিক্ষণ সম্পাদক কেএম ফখরুল ইসলাম ও মহানগর প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মোফাজ্জল আহমদ এর যৌথ সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন দলের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, সহ সভাপতি মাওঃ আমির উদ্দীন, আলহাজ্ব ফজলুল হক, মহানগর সহ-সভাপতি ডা: রিয়াজুল ইসলাম, হাফেজ মাওলানা আসআদ উদ্দীন, জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা ইমাদ উদ্দীন, মহানগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ শিহাব উদ্দীন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম খান, জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফিজ নোমান আহমদ ফাহাদ প্রমুখ।

মুন্সিগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত :

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার উপজেলা দায়িত্বশীল তারবিয়াত গতকাল শহরের সিপাহীবাগস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারী জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খান। জেলা সহ-সভাপতি মুফতী আব্দুল্লাহ তাহের কাসেমীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মুফতী সাইফুল ইসলাম সাইফ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী ছানাউল্লাহ কাসেমীর পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল তারবিয়াতে সমাপনী বক্তব্য রাখেন সহ-সভাপতি আমির হোসেন পুস্তি।

তারবিয়াতে থানা/পৌরসভা শাখার দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। দিনব্যাপী তারবিয়াতে হাতে কলমে তারবিয়াত প্রদান করা হয়। অনুষ্ঠানে করোনায় আক্রান্তদের ফ্রি অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিকারী চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে দলীয় প্রতীক হাতপাখা হাতে তুলে দেন সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান।

এর আগে সকাল ৮টায় জাতীয় শিক্ষক ফোরাম মুন্সিগঞ্জ জেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও জাতীয় শিক্ষক ফোরামের জয়ন্টেসেক্রেটারী জেনারেল প্রভাষক এম আব্দুস সবুর।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ