মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।।
হাটহাজারী প্রতিনিধি>
দারুল উলূম হাটহাজারীর ‘মহাপরিচালক’ ও মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. জানাজায় অংশ নিতে ভক্ত, অনুসারী ও ছাত্রদের ঢল নেমেছে।
মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ.কে শেষ বারের মতো দেখতে হাজির হয়েছেন হাজারও মানুষ। এ সময় প্রিয় শায়েখকে একনজর দেখার জন্য মাদ্রাসা মাঠে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। অনেকের চোখে পানি, কেউ কেউ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। যেন এমন একটি ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না।
আজ বুধবার (৮ সে্েপটম্বর আগস্ট) রাত ১১ টায় হাটহাজারী হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ..-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে এখনো যেভাবে হাটহাজারীতে উপস্থিত হচ্ছেন ভক্ত অনুসারীরা এতে জায়গা সংকুলান না হলে মাদরাসার বাইরেও জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে।
মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. কে হাটহাজারী মাদরাসার উত্তর পাশের বাইতুল আতীক জামে মসজিদ সংলগ্ন কবরস্থান ‘মাকবারায়ে জামিয়া’তে দাফন করা হবে।
আজ দুপুরের পর থেকেই কবর খননের কাজ শুরু হয়।
আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর কবরের উত্তরাংশে আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. এর কবরের জায়গা নির্ধারণ করা হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রাত ১১টায় হাটহাজারী মাদরাসার মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এনটি