আওয়ার ইসলাম ডেস্ক: ফেনী জেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শাহ সুফি নূর বখশ রহ. এর সুযোগ্য নাতি সৌদি প্রবাসী মাওলানা রফিক আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাওলানা রফিক আহমদের ভাতিজা আদনান হায়দার।
আজ শনিবার (২৮ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মাওলানা রফিক আহমাদের বড়ছেলে ফরিদ আহমদ বলেন ‘গত বছরের অক্টোবরে দেশে আসেন বাবা। কিন্তু করোনা পরিস্থিতিতে আর যাওয়া হয়নি। গত ১৩ আগস্ট বাবা করোনায় আক্রান্ত হয়ে শরীর খারাপ হতে থাকে। পরে তাকে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৩টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।’
পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা রফিক আহমেদের জানাজা আগামীকাল রোববার সকাল ১০টায় ফেনী জেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মাওলানা রফিক আহমাদ তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। তিনি দীর্ঘ ৪০ বছর মক্কায় ছিলেন। সেখানের এনটিভির দর্শক ফোরামের উপদেষ্টা ছিলেন। শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসার বর্তমান মুহতামিম মাওলানা হাফেজ রশিদ আহমাদের মেজো ভাই তিনি।
এমডব্লিউ/