আওয়ার ইসলাম ডেস্ক: সাধারণ মানুষদের রক্তদানে উৎসাহিত করতে আল-মাসউদ ব্লাড ব্যাংকের উদ্যোগে গাজিপুরের উন্মুক্ত ইসলামী শিক্ষা ফাউন্ডেশন মাঠে অনুষ্ঠিত হলো ‘ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ বা রক্তের গ্রুপ পরীক্ষা বিষয়ক দিনব্যাপি কর্মসূচি।
আজ শুক্রবার (২৭ আগস্ট) সকাল থেকেই গাজিপুরের উন্মুক্ত ইসলামী শিক্ষা ফাউন্ডেশন মাঠে এই কর্মসূচি শুরু হয়। এতে প্রায় ৪ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান।
আল-মাসউদ ব্লাড ব্যাংকের সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল্লাহ বলেন, রক্তদান নিয়ে মানুষের মনে এখনও সংশয় রয়েছে। তাই অনেকে রক্তের গ্রুপ পরীক্ষা করতে আগ্রহী ছিলো না। কেউবা মনে করেন রক্ত দিলে রক্তশূণ্যতায় ভুগবেন। অনেকের রয়েছে পারিবারিক বিধি-নিষেধ। সেজন্য আমরা এই কর্মসূচির মাধ্যমে সমাজে একটি ম্যাসেজ দিতে চেয়েছি, যে রক্তদানে কোনো ভয় নেই। বরং রক্ত দানের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানো যায়।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মাসউদ ব্লাডব্যাংক-এর প্রধান উপদেষ্টা ও টঙ্গী দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতী মাসউদুল করীম।
আরও উপস্থিত ছিলেন সরকার মাহমুদুল হাসান, মুফতি শহিদুল ইসলাম, আল-মাসউদ ব্লাড ব্যাংকের চেয়ারম্যান মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু রায়হান, সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহদী, সহকারী সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মানসুর অর্থ সম্পাদক রাফিউল হক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান মাহদী, আবু বকর প্রমুখ।
এমডব্লিউ/