শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


দেড় বছর ধরে বন্ধ থাকায় মাদরাসার খেলার মাঠ এখন ‘ধান খেত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ আছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এই সময়ের মধ্যে প্রত্যন্ত অঞ্চলের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে ফসল ফলানোর খবর পাওয়া গেছে।

তেমনই একটি শিক্ষাপ্রতিষ্ঠান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের আলহাজ ইমারউদ্দিন দাখিল মাদরাসা। প্রতিষ্ঠানটির পুরো মাঠকে রীতিমতো ধান খেতে পরিণত করা হয়েছে।

মাদরাসাটি এমপিওভুক্ত নয়। এলাকার বিত্তবানদের সাহায্য আর শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া সামান্য অর্থ দিয়ে শিক্ষকদের বেতন দেওয়া হতো। করোনার কারণে সেই দুটো পথই বন্ধ হয়ে গেছে।

এ অবস্থায় শিক্ষক-কর্মচারীরা পড়েছেন মহাসংকটে। তাই অফিস সহকারীর অনুরোধে মাদরাসা সুপার মাঠে ধান চাষ করার অনুমতি দিয়েছেন, যদি সেখান থেকে কিছু অর্থ আসে!

এ ব্যাপারে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। যার ফলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষক-কর্মচারীরা। করোনার কারণে শিক্ষার্থীরাও মাঠে আসে না। দিনের পর দিন মাঠটি পরিত্যাক্ত অবস্থায় থাকার পর অফিস সহকারী ধান চাষ করছেন। এতে আমি দোষের কিছু দেখি না।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলছেন, এটা ঠিক হয়নি। বন্ধ থাকলেও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ কখনো ধান খেত হতে পারে না। এ ব্যাপারে মাদরাসা কর্তৃপক্ষকে ডেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ