শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না গ্রিস-ক্যালিফোর্নিয়ার দাবানল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। আগুন নেভাতে কাজ করছেন কয়েক হাজার দমকলকর্মী। পুড়ে গেছে হাজার হাজার একর বনভূমি।

এদিকে চতুর্থ দিনের মতো জ্বলছে গ্রিসের রাজধানী এথেন্স। বিমান, হেলিকপ্টার থেকে পানি ছিটিয়েও নেভানো যাচ্ছে না আগুন। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দাবানলে অন্তত দু'জনের মৃত্যু হয়েছে।

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন। অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ক্ষতিগ্রস্ত অর্ধলাখ মানুষ।

এরই মধ্যে বনাঞ্চলের কাছে থাকা বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার মানুষ পড়েছেন বিপাকে। ক্যালিফোর্নিয়াজুড়ে অন্তত ১৩টি স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১১ হাজারের বেশি দমকলকর্মী।

গ্রিসের এথেন্সে পুড়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। হেলিকপ্টার থেকে পানি ছিটিয়েও দাবানল বাগে আনা যাচ্ছে না। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দাবানলে বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৮ হাজার একর এলাকা। শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে কয়েক হাজার দমকলকর্মীর চেষ্টায় এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে আগুন।

প্রায় ১২০০ দমকলকর্মীর চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে নেভাতে বেশ বেগ পেতে হয়েছে।

পরিবেশবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরও ভয়াবহতার মুখোমুখি হতে হবে। এরই মধ্যে বনাঞ্চল ও তৃণভূমি পুড়ে যাওয়ায় বায়ুমণ্ডলে ৩৪৩ মেগাটন কার্বন নিঃসরণ হয়েছে, যা পরিবেশের সুরক্ষায় বড় হুমকি হয়ে উঠতে পারে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ