রায়হান মুহাম্মদ।।
সৌদি আরবে ওমরা আদায়ের জন্য ১২ থেকে ১৮ বছর বয়সীরাও মসজিদুল হারামে যেতে শুরু করেছেন।
হারামাইন শরীফাইনের ব্যবস্থাপনা কমিটি নিজেদের টুইটার অ্যাকাউন্টে ১২ থেকে ১৮ বছর বয়সীদের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা গেছে, ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ওমরা করতে আসাদের স্বাগত জানানো হচ্ছে। এ সময় তাদেরকে করোনার বিধি নিষেধ এবং স্বাস্থ্য সুরক্ষা মানতে বিশেষভাবে সচেতন করা হয়েছে।
প্রসঙ্গত, মসজিদুল হারাম, মসজিদে নববী, রওজা শরীফে নামাজ ও ওমরা আদায়ের জন্য শুধু তাদেরই অনুমতি দেওয়া হচ্ছে যারা করোনার উভয় ডোজ নিয়েছেন।
সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার ২ ডোজ নেওয়া ১২ থেকে ১৮ বছর বয়সীরাও ওমরা করার জন্য ইতামারনা এবং তাওয়াক্কালনা অ্যাপস-এর মাধ্যমে ওমরার জন্য নিবন্ধন করতে পারবেন।
এছাড়া সৌদি আরবের বাইরে অন্যান্য দেশ থেকে কেউ ওমরা, মসজিদে নববীর জিয়ারত ও মসজিদুল হারামে নামাজ আদায় করতে চাইলে তাদের জন্য ভ্যাকসিন নেওয়া শর্ত।
এদিকে করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ১৮ মাস পর বিদেশিদের ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৩ আগস্ট ওমরাহ পালনে আসা প্রথম দলকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ।
গত ১০ আগস্ট থেকে বিদেশি ওমরাহযাত্রীদের আবেদন শুরু হয়। পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন ৬০ হাজারের বেশি মুসল্লির ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। প্রতি মাসে ২০ লাখ মুসল্লি ওমরাহ পালন করবেন। এ সংখ্যা ধীরে ধীরে আরো বাড়ানো হবে বলে জানা যায়।
করোনা সংক্রমণ রোধে ২০২০ সালের মার্চ থেকে সৌদির বাইরের দেশের নাগরিকরা ওমরাহ পালন করতে পারেননি। এরপর অক্টোবর মাস থেকে শুধু সৌদিতে অবস্থানরত সীমিতসংখ্যক মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন করেন এবং মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে নামাজ আদায় করেন। এ ছাড়া করোনাকালে দুটি হজ অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সালে সৌদিতে অবস্থানরত মাত্র ১০ হাজার মুসল্লি হজ পালন করেন। এ বছর প্রায় ৬০ হাজার মুসল্লি হজ পালন করেন।
ভিডিও:
https://twitter.com/i/status/1427620653046321159
এনটি