শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ওমরার জন্য মসজিদুল হারামে আসতে শুরু করেছেন ১২ থেকে ১৮ বছর বয়সীরা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রায়হান মুহাম্মদ।।

সৌদি আরবে ওমরা আদায়ের জন্য ১২ থেকে ১৮ বছর বয়সীরাও মসজিদুল হারামে যেতে শুরু করেছেন।

হারামাইন শরীফাইনের ব্যবস্থাপনা কমিটি নিজেদের টুইটার অ্যাকাউন্টে ১২ থেকে ১৮ বছর বয়সীদের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন।

Image

ভিডিওতে দেখা গেছে, ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ওমরা করতে আসাদের স্বাগত জানানো হচ্ছে। এ সময় তাদেরকে করোনার বিধি নিষেধ এবং স্বাস্থ্য সুরক্ষা মানতে বিশেষভাবে সচেতন করা হয়েছে।

প্রসঙ্গত, মসজিদুল হারাম, মসজিদে নববী, রওজা শরীফে নামাজ ও ওমরা আদায়ের জন্য শুধু তাদেরই অনুমতি দেওয়া হচ্ছে যারা করোনার উভয় ডোজ নিয়েছেন।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার ২ ডোজ নেওয়া ১২ থেকে ১৮ বছর বয়সীরাও ওমরা করার জন্য ইতামারনা এবং তাওয়াক্কালনা অ্যাপস-এর মাধ্যমে ওমরার জন্য নিবন্ধন করতে পারবেন।

Image

এছাড়া সৌদি আরবের বাইরে অন্যান্য দেশ থেকে কেউ ওমরা, মসজিদে নববীর জিয়ারত ও মসজিদুল হারামে নামাজ আদায় করতে চাইলে তাদের জন্য ভ্যাকসিন নেওয়া শর্ত।

এদিকে করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ১৮ মাস পর বিদেশিদের ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৩ আগস্ট ওমরাহ পালনে আসা প্রথম দলকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ।

গত ১০ আগস্ট থেকে বিদেশি ওমরাহযাত্রীদের আবেদন শুরু হয়। পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন ৬০ হাজারের বেশি মুসল্লির ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। প্রতি মাসে ২০ লাখ মুসল্লি ওমরাহ পালন করবেন। এ সংখ্যা ধীরে ধীরে আরো বাড়ানো হবে বলে জানা যায়।

করোনা সংক্রমণ রোধে ২০২০ সালের মার্চ থেকে সৌদির বাইরের দেশের নাগরিকরা ওমরাহ পালন করতে পারেননি। এরপর অক্টোবর মাস থেকে শুধু সৌদিতে অবস্থানরত সীমিতসংখ্যক মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন করেন এবং মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে নামাজ আদায় করেন। এ ছাড়া করোনাকালে দুটি হজ অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সালে সৌদিতে অবস্থানরত মাত্র ১০ হাজার মুসল্লি হজ পালন করেন। এ বছর প্রায় ৬০ হাজার মুসল্লি হজ পালন করেন।

ভিডিও:

https://twitter.com/i/status/1427620653046321159

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ