জুলফিকার জাহিদ।।
মসজিদুল হারামের পর এবার মসজিদে নববীতেও ১২ বছরের বেশি বয়সি শিশুদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, মসজিদে নববির ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রকাশ করা এক ছবিতে মসজিদে নববিতেও এখন শিশুদের উপস্থিতি পাওয়া গেছে।
মসজিদে নববিতে প্রবেশের অনুমতি পাওয়ার পর থেকে শিশুরা অনেক খুশি ও উচ্ছ্বসিত বলে খবরে জানানো হয়েছে।
মসজিদে নববির ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা টিকার ২ ডোজই নিয়েছে এমন ১২ থেকে ১৮ বছর বয়সীদেরও মসজিদে নববীতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে।
এদিকে করোনা টিকার ২ ডোজই নেওয়ার শর্তে ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওমরাহর অনুমতি দেওয়া হয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
প্রসঙ্গত, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ৩০ জুন থেকে ১২ ও ১৮ বছর বয়সীদের ওমরা জন্য করোনার প্রথম ডোজ দেওয়া শুরু করেছিলেন।
এনটি