আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্থান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা থাকলেও সে সময়সীমা বাড়তে পারে বলে জানিয়েছেনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তালেবান কাবুল দখল করে নেওয়ায় দেশটিতে থাকা প্রায় ১৫ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত মার্কিন বাহিনী আফগানিস্তানে অবস্থান করবে। বুধবার সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সামরিক বিমানে করে মার্কিন নাগরিকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু তালেবান শহর ও কাবুল বিমানবন্দরের আশেপাশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা চেকপোস্টগুলোতে বিমানবন্দরমুখী মানুষদের যেতে বাধা দিচ্ছে বলে জানা গেছে।
বাইডেন আরও জানান, ১০ থেকে ১৫ হাজার আমেরিকান নাগরিককে আফগানিস্তান থেকে সরিয়ে নিতে হবে। এছাড়াও আমেরিকার সেনাবাহিনীর অনুবাদক হিসেবে কাজ করা ৫০ থেকে ৬৫ হাজার আফগান নাগরিককেও সরিয়ে নেওয়া প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৬ হাজার মানুষকে আফগান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির রাজধানীর কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনার নিয়ন্ত্রণে আছে। কিন্তু তালেবান যোদ্ধারা চেকপয়েন্টগুলো ঘেরাও করে রেখেছে।
রবিবার থেকে আজ পর্যন্ত বিমানবন্দরে এবং এর আশেপাশে ১২ জনকে হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগই গুলি বা স্ট্যাম্পের কারণে মৃত্যু হয়েছে।
-এটি