ইয়াহইয়া বিন আবু বকর।।
দীর্ঘ ২০ বছর যুদ্ধের পর গতকাল (১৫ আগষ্ট রবিবার) তালেবানদের চূঢ়ান্ত বিজয় সূচীত হয়৷ তালেবানদের অকল্পনীয় এ বিজয়ের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগের দাবী জানান৷ তিনি বলেন, আফগান যুদ্ধে তালেবানদের বিজয় মূলত আমেরিকার জন্য লজ্জাজনক!
শুধু তাই নয়, আমেরিকান ইতিহাসে এটা খুবই লজ্জাজনক পরাজয়৷ এর জন্য তিনি জো বাইডেনকে দায়ী করে বলেন, ‘বর্তমান প্রেসিডেন্টের অদূরদর্শীতা,এবং শাসনকার্যে অদক্ষতা ও দূর্বলতার কারণে এমনটি ঘটেছে৷ যেমনটি তাঁর অদূরদর্শীতা ও অপশাসনের ফলে দেশটিতে করোনা মহামারি ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে৷এমন পরিস্থিতিতে বর্তমান প্রেসিডেন্টের পদত্যাগ করা উচিত৷’
রবিবার এক বিবৃতিতে ট্রাম্প লিখেছেন, ‘বর্তমান প্রেসিডেন্টের পদত্যাগের সময় এসেছে৷ কেননা তার দূর্বলতার কারণে আফগানে লজ্জাজনকভাবে আমেরিকার পরাজয় ঘটেছে, অন্যদিকে দেশে সীমান্তবর্তী বিপর্যয় এবং চরমভাবে করোনা মহামরির পুনরুত্থান ঘটছে৷ সাথে সাথে দেশের অর্থনৈতিক অবকাঠামো ও ভেঙ্গে পড়ছে৷ আর তালেবানদের বিজয় কিছুতেই মেনে নেওয়া যায়না৷ আমেরিকান ইতিহাসে তা সবচে লজ্জাজনক পরাজয়!’
এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি যিনি গতকাল (১৫আগষ্ট রোববার) সন্ধ্যায় পদত্যাগ করে আফগানিস্তান থেকে পালিয়ে এসেছেন৷ তিনি সুস্পষ্টভাবে স্বীকার করেছেন যে “তালিবান জিতেছে”, যখন টেলিভিশনের স্কিনে ভিডিও ফুটেজে দেখা গেছে যে, তালেবান যোদ্ধারা কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে কালীমা খচিত সাদা ঝান্ডা হাতে নিয়ে হর্ষোৎফুল্ল হয়ে ‘বিজয়’ উদযাপন করছে।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, এখন যদি আমি প্রেসিডেন্ট থাকতাম, তাহলে বিশ্ব বুঝতো যে আফগানিস্তান থেকে আমাদের প্রত্যাহার শর্ত সাপেক্ষে ছিলো৷ তিনি এপদ্ধতিতে সৈন্য প্রত্যাহার না করে ভিন্ন পন্থায়ও প্রত্যাহার করতে পারতেন, তা হয়তো সফল হতো, এভাবে পরাজয় বয়ে আনতোনা৷ আমি ব্যক্তিগতভাবে তালেবানদের সাথে এবং তাদের উর্ধ্বতন নেতাদের সাথে কথা বলেছি৷ তারা ভালো করেই জানতো যে, আজ তারা যা করলো তা গ্রহনযোগ্য হবার নয়৷
অন্যদিকে বাইডেন জবাবে বলেন, আফগানিস্তানে চলমান দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত অবান্তর নয়৷ আমি যুদ্ধ সমাপ্তির সিদ্ধান্ত রক্ষা করেছি৷ আর আমিই একমাত্র চতুর্থ প্রেসিডেন্ট, যিনি আফগানিস্তানে আমেরিকান সামরিক মোতায়েনের সাথে শাসন করেছেন। আর আমি এই যুদ্ধের এখানেই ইতি টেনেছি৷ কারণ আমি চাই না যে, এই যুদ্ধ পঞ্চম রাষ্ট্রপতি পর্যন্ত অব্যাহত থাকুক।”
গত মাসে ট্রাম্প এক বিবৃতিতে বাইডেনের রাজনীতিকে যুক্তরাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক ও বিপর্যয়কর হিসেবে আখ্যা দেন। সূত্র: আলজাজিরা
-এটি