জুলফিকার জাহিদ।।
উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তৈরি বিশ্বব্যাপী সমাদৃত টিভি সিরিজ দিরিলিস আরতুগ্রুল- এর মুখ্য চরিত্রে অভিনয় করা আরতুগ্রুল গাজী খ্যাত এজিন আলতান দোজায়তানকে এবার দেখা যাবে উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস নির্ভর আরো একটি সিরিজে।
বিদেশি মিডিয়ার খবরে জানানো হয়েছে, এজিন আলতান-এর নতুন এই প্রজেক্ট এর নাম বারবারোসা। এতে উসমানীয় সাম্রাজ্যের মুসলিম নৌবাহিনীর অনন্য ইতিহাস তুলে ধরা হয়েছে।
এই সিরিজে আরতুগ্রুল গাজী খ্যাত এজিন আলতানকে অভিনয় করতে দেখা যাবে হাইরেদ্দীন বারবারোসা চরিত্রে।
হাইরেদ্দীন বারবারোসা উসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান, সুলতান সুলেমানের শাসনামলে উসমানীয় নৌবাহিনীর একজন অ্যাডমিরাল ছিলেন।
এ প্রসঙ্গে এজিন বলেন, তিনি বলেন ঐতিহাসিক এই সিরিজটি জন্য বিশেষ প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, হাইরেদ্দীন বারবারোসা সম্পর্কে তিনি অনেক পড়াশোনা করেছেন। এই চরিত্রে অভিনয়ের জন্য ঐতিহাসিক চরিত্রটি নিয়ে লেখা প্রায় চার থেকে পাঁচ হাজার পৃষ্ঠা পড়াশোনা করেছেন তিনি।
তিনি আরো বলেন, ‘মহান এই চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করতে হয়েছিল; এজন্য আমি গত দশ মাস ধরে নিয়মিত ব্যায়াম করছি’।
সূত্র: ডেইলি জং
এনটি