ওমর দামির।।
নতুন ইসলামি বছর ১৪৪৩ হিজরির প্রথম জুমায় অংশ নিতে মসজিদে নববিতে মুসল্লিদের ঢল নেমেছিল গতকাল। একত্রিত হয়েছিলেন আল্লাহ তায়ালার একত্ববাদে বিশ্বাসী হাজার হাজার মুসল্লি।
নতুন ইসলামি বছরের প্রথম জুমায় গতকাল মুসল্লিতে ভরে উঠেছিল মসজিদে নববী। মসজিদে নববী প্রাঙ্গণ এবং গ্যালারিও ভরপুর ছিল মুসল্লিতে। সবার চেহারায় ছিল আপন রবের প্রতি সন্তুষ্টি, অন্তরে প্রশান্তি ও খুশু-খুজুর ছাপ।
এই সময় মসজিদ কমিটির পক্ষ থেকে মুসল্লিদের ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি পালনের প্রতি নির্দেশনা এবং নামাজের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।
হিজরি নতুন বছরের প্রথম জুমায় ইসলামি বিশ্বের শান্তি এবং করোনাভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তি কামনা করা হয়।
হিজরি বর্ষের প্রথম জুমায় মসজিদে নববীতে বিপুলসংখ্যক মুসল্লির আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।
সূত্র: আল- আরাবিয়া।
এনটি