আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী গজনির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা। এদিকে ক্ষমতার অংশীদার করতে তাদের প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট আশরাফ গানির সরকার।
একজন নিরাপত্তা কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে জানান, রাজধানী কাবুল ও কান্দাহার প্রদেশের সংযোগ সড়কের প্রাদেশিক শহর গজনির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা। তিনি বলেন, ব্যাপক লড়াইয়ের পর তারা সব ধরনের সরকারি ভবন ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘প্রাদেশিক গভর্নরের ভবনসহ সব স্থানীয় দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। কর্মকর্তারা গজনি ছেড়ে কাবুল চলে গেছেন।’
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ১০টি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। সর্বশেষ তারা রাজধানী থেকে দেড়শ কিলোমিটার দূরের গজনি শহর দখলে নিয়েছে।
এছাড়া তালেবান যোদ্ধারা কান্দাহারের প্রধান কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে বন্দিদের মুক্ত করে দিয়েছে। হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহর পুলিশ সদরদপ্তরও নিয়ন্ত্রণে নিয়েছে তারা।
এদিকে আফগান সরকারি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে তালেবানকে ক্ষমতার অংশীদার করার প্রস্তাব দিয়েছে সরকার।
কাতারের মাধ্যমে তালেবানদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। আফগান সরকার ও তালেবানের মধ্যে সংলাপে মধ্যস্থতা করে আসছে দোহা।
-এটি