শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

আফগানিস্তানের জন্য পাকিস্তানকে পাশে চায় যুক্তরাষ্ট্র: ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে চূড়ান্ত ধাপে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর দেশটিতে একের পর এক প্রদেশ দখলে নিচ্ছে তালেবানরা। তালেবানের সঙ্গে আফগান সেনাসদস্যদের সংঘর্ষের কারণে আতঙ্কে আছে দেশের সাধারণ জনগণ।

এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের এ ‘বিশৃঙ্খলা’ সামলাতেই তার দেশকে পাশে চাইছে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, ২০ বছর ধরে আফগানিস্তানে সামরিক সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো ফল আসেনি। এখন বিশৃঙ্খলা সামলানোর জন্য পাকিস্তানকে দরকার বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তান কোনো পক্ষেই অবস্থান নেয়নি বলে উল্লেখ করেছেন ইমরান। তার ভাষ্য, এ মুহূর্তে দেশটিতে রাজনৈতিক সমাধান খুবই কঠিন।

মার্কিন সেনা প্রত্যাহার ঘোষণার পর থেকে আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করছে তালেবান। তারা গতকাল বুধবার দেশটির আরও একটি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে।

সব মিলে মাত্র ছয় দিনে ১০টি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। তালেবানের পরিস্থিতি নিয়ে মার্কিন গোয়েন্দারা সতর্কবার্তা উচ্চারণ করেছে। তারা বলছেন, রাজধানী কাবুলকে ৩০ দিনের মধ্যে বিচ্ছিন্ন করে দিতে পারে তালেবান। ৯০ দিনের মধ্যে তালেবানের হাতে কাবুলের পতন ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

আফগানিস্তানে চলমান সহিংসতার কারণে থমকে রয়েছে দেশটির সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা। এই তালেবানের ওপর পাকিস্তান সরকারের প্রভাব রয়েছে। আফগান সরকার ও তালেবান দুই পক্ষের মধ্যে সমঝোতা এগিয়ে নিতে ওই প্রভাব কাজে লাগানোর জন্য পাকিস্তানের ওপর চাপ দিয়ে আসছে মার্কিন সরকার।

পাকিস্তানের সমর্থনের কারণেই আফগানিস্তানে তালেবানের এই শক্তি প্রদর্শন বলে অভিযোগ এনেছে আফগানিস্তানসহ পশ্চিমা দেশগুলো। ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও তালেবান সমর্থনের কারণে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে লম্বা সময় ধরে। যদিও তালেবানের সঙ্গে সুসম্পর্কের কথা বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান।
সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ