জুলফিকার জাহিদ।।
সৌদি আরবের সাংস্কৃতিক মন্ত্রী দেশটির ১০ স্থানে দেওয়ালে আরবি ক্যালিগ্রাফি লেখার প্রোগ্রাম শুরু করেছেন।
শুক্রবার ( ৬ আগস্ট) থেকে শুরু হওয়া এই প্রোগ্রাম জানুয়ারি ২০২২ পর্যন্ত চালু থাকবে।
সৌদি সাংস্কৃতিক মন্ত্রণালয় মন্ত্রী ‘আরবি ক্যালিগ্রাফির বছর উদযাপন’ করছে। এর আওতায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সহযোগিতায় আরবি ক্যালিগ্রাফি প্রচারের জন্য একটি কর্মসূচি চালু করা হয়েছে।
দেওয়ালে আরবি ক্যালিগ্রাফি লেখার প্রোগ্রাম হুদুদের উত্তরাঞ্চলের ‘আর আর’ শহর থেকে শুরু হয়েছে যা তিনদিন চালু থাকবে। এরপর আল যাওফ অঞ্চলে সাকাকা শহর, এরপর তাবুক, এরপর কাসিমে এই প্রোগ্রাম শুরু হবে।
প্রথম পর্ব শেষ হবে আসির অঞ্চলের আবহা এলাকায়।
সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে বাহা এলাকা থেকে। হাইল, মদীনা মুনাওয়ারা( আল-আলা) আল আহসা এবং জাজান এলাকার দেওয়ালও আরবি ক্যালিগ্রাফিতে সজ্জিত করা হবে।
প্রতিটি অঞ্চলের ক্যালিগ্রাফার এবং গ্রাফিক্স শিল্পীরা আরবি লিপি শিল্প প্রদর্শন করতে পারবে। বিভিন্ন ধরনের ও পেশার মানুষকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
সূত্র: আল আরাবিয়া
এনটি