আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা করার পরিকল্পনার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। আটক দুজনই মিয়ানমারের নাগরিক।
নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, তারা ভাড়া করা আততায়ীর মাধ্যমে ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ নামে আটক দুজন রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুনের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন।খবর বিবিসির।
১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের করার পর থেকে তিনি সামরিক সরকারের কড়া সমালোচনা করে আসছেন।
সামরিক জান্তা পরবর্তীতে তাকে বরখাস্ত করে- কিন্তু তিনি বিশ্ব দরবারে মিয়ানমারের বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব অব্যাহত রেখেছেন।
সর্বশেষ এই ঘটনার ব্যাপারে কোনো মন্তব্য করেনি মিয়ানমারের সেনাবাহিনী।
অভ্যুত্থানের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।
নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্যরা সহ আরও অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এই বছরের শুরুর দিকে ২০ বছর বয়সী হুতের অ্যাকাউন্টে চার হাজার মার্কিন ডলার পাঠিয়েছিলেন ২৮ বছর বয়সী যাউ। এই অর্থ ওই হামলার পরিকল্পনার অগ্রীম হিসাবে দেয়ার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে।
এনটি