আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ায় দক্ষিণাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক অভিযানে ১১৫ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
চলতি বছর নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে সহিংসতা বেড়ে যায়, এতে দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ১২৭ জন সদস্য মারা গেছেন বলে দাবি করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে বায়াফরা আদিবাসী জনগণ (আইপিওবি)। হামলার পেছনে স্বাধীনতাকামী গোষ্ঠীর সামরিক শাখা ইস্টার্ন সিকিউরিটি নেটওয়ার্কের (ইএসএন) হাত রয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
যদিও আইপিওবি এই অভিযোগ অস্বীকার করেছে। অ্যামনেস্টির নাইজেরিয়ার পরিচালক ওসাই ওজিগো বলেন, দক্ষিণাঞ্চলের ইমো, আনামব্রা ও আবিয়া রাজ্যে নাইজেরিয়ান নিরাপত্তা বাহিনীর হাতে নিহতদের বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
এসব তথ্যে দেখা গেছে, গত মার্চ থেকে জুন পর্যন্ত নাইজেরীয় বাহিনীর হাতে ১১৫ জনের মৃত্যু হয়েছে। ইজেরিয়া পুলিশের মুখপাত্র ফ্রাঙ্ক এম্বা এএফপিকে বলেন, ‘আমি বিবৃতিটি দেখিনি, তাই এই বিষয়ে কোনো মন্তব্য করব না।’
-এটি