শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বিশ্বমানের দরসি কিতাব পরিবেশন করছে ‘মাকতাবাতুত তাকওয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রত্যেক মুমিন মুসলমানেরই দুনিয়ার কামিয়াবি ও আখিরাতের নাজাতের জন্য চাই নির্ভুল ও সুনির্দিষ্ট পথের ঠিকানা। গন্তব্য বা ঠিকানা সঠিকভাবে নির্ধারিত না হলে মানুষ বিভ্রান্ত হয়, পথ হারিয়ে পতিত হয় যুগের অন্ধকারে। যুগে যুগে তাই দিনের রাহবারগণ আলোর মশাল নিয়ে পথ দেখিয়েছেন পথ হারা মানুষকে, পথহারা জাতিকে। তাঁদের হাতের যত মশাল ছিল, তার অন্যতম ছিল দ্বীনি প্রকাশনা, দ্বীনি কিতাব। এই কিতাব মানুষকে দিয়েছে আত্মিক শুদ্ধতা এবং তৈরি করেছে প্রকৃত মানুষ গঠনে মূল্যবোধ।

বাংলা ভাষায় প্রকাশিত দ্বীনি প্রকাশনা অগণিত কলম-মুজাহিদের নিরলস পরিশ্রমের ফলে আজ যে জায়গায় এসে পৌঁছেছে, তাকে উজ্জ্বল ভবিষ্যতের নির্দেশনা বললে অত্যুক্তি হবে না। দ্বীন সুরক্ষার সোনালী সেই ভবিষ্যতের উজ্জ্বল আঙ্গিনায় ‘মাকতাবাতুত তাকওয়া’ শামিল হয়েছে অগাধ স্বপ্ন নিয়ে।

এ বিষয়ে মাকতাবাতুত তাকওয়ার সত্বাধিকারী মাওলানা শাহাদাত হুসাইন বলেন, আমাদের স্বপ্ন-বাঙালি মুসলমানদের নীতি, নৈতিকতা বিশুদ্ধতা, ঈমান ও আমলের দৃঢ়তা নির্মাণ। আমাদের প্রতিশ্রুতি- পাঠকের সামনে উপস্থিত করা ইসলামের সঠিক ইতিহাস, ফাযায়েল, তাসাউফ, সীরাত, সাহাবা চরিত, বুযুর্গানে দ্বীনের জীবন কাহিনী এবং গঠনমূলক গ্রন্থ সম্ভার।

মাকতাবাতুত তাকওয়া আপনার বিশুদ্ধ দ্বীনি আবেগ ও রুচির চাহিদার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে ইসলামি সাহিত্য সংস্কৃতির সুদৃশ্য মিনার নির্মাণের ব্রত নিয়ে এগিয়ে যাবে। আপনাদের দোয়া, পরামর্শ ও নিরবচ্ছিন্ন সঙ্গ আমাদের আগামী দিনের পথ চলার পাথেয় হবে আশা রাখি। আল্লাহ আমাদের সুন্দর স্বপ্নের সহায়ক হবেন ইনশাআল্লাহ।

ঘরে বসে মাকতাবাতুত তাকওয়ার বই পেতে ক্লিক করুন এখানে। অথবা কল করুন- 01780-752718 নম্বরে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ