শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আলিফ হত্যায় ৩১ জনের নামে মামলা করলেন তার বাবা সাড়ে তিন মাসে পাগলা মসজিদের দানবাক্সে ২৯ বস্তা টাকা ১০ দিনের সফরে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল ‘যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে’ জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজনৈতিক চুক্তিই হতে পারে আফগানিস্তানের একমাত্র সমাধান: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে রাজনৈতিকভাবে চুক্তি করাই একমাত্র সমাধান বলে মনে করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সাথে, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে লেজেগোবরে অবস্থা করে ফেলেছে বলেও মন্তব্য করেছেন তিনি। পিবিএস নিউজ-আওয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এমন কথা বলেন।

সেইসঙ্গে পাকিস্তান থেকে প্রায় ১০ হাজার মিলিট্যান্ট সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী আফগানিস্তানে প্রবেশ করেছে- এমন অভিযোগকে তিনি ‘রাবিশ’ বলে অভিহিত করেছেন।

ওই সাক্ষাৎকারে ইমরান খান জোর দিয়ে বলেন, আফগানিস্তান সমস্যার কোনো সামরিক সমাধান নেই। যেসব মানুষ আফগানিস্তানে সামরিক সমাধানের বিরুদ্ধে কথা বলছেন, তাদের যুক্তরাষ্ট্রবিরোধী বলে আখ্যা দেওয়া হচ্ছে উল্লেখ করে ইমরান খান বলেন, অনেকেই এই কারণে তাকে তালেবান খান বলছেন।

পিবিএস নিউজ-আওয়ারের এক প্রশ্নের জবাবে ইমরান খান জানান, আফগানিস্তানে ন্যাটোর দেড় লাখ সেনা থাকা অবস্থাতেই রাজনৈতিক সমাধানে যাওয়া উচিত ছিল।

সমস্যা সমাধানের জন্য ওই সময়টা উত্তম ছিল উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তার শান্তিপূর্ণ সমাধান করতে হলে সেখানকার সরকারে তালেবানদেরকে অবশ্যই অংশীদার করতে হবে। আফগানিস্তানে যদি সবচেয়ে খারাপ পরিস্থিতি আসে, তাহলে তা হবে গৃহযুদ্ধ-এমন ভবিষ্যতবাণীও করেন ইমরান খান।

প্রতিবেদনে আরও বলা হয়, এরই মধ্যে আফগানিস্তানের ৩০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে পাকিস্তান। এ অবস্থায় দীর্ঘায়িত গৃহযুদ্ধে আরও শরণার্থীর বাড়তে পারে, এমন আতঙ্কে রয়েছে পাকিস্তান। আরেকদফা শরণার্থীর ঢল পাকিস্তান সামলাতে পারবে না বলে সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ