ওমর দামির।।
সৌদি আরবের মক্কা মুকাররমায় করোনা মহামারীর সময়ে বিয়ের জন্য ২৭ হাজার ৮শ’ তরুণ-তরুণী মেডিকেল চেকআপ করিয়াছেন।
সবক ওয়েবসাইটের তথ্যমতে সৌদি আরবে বিয়ের আগে বর ও কনেকে ডাক্তারি পরীক্ষা করাতে হয়। এজন্য দেশটির সব এলাকাতে স্পেশাল সেন্টার খোলা হয়েছে। এছাড়াও বিয়ের আগে চেকআপের জন্য দেশটির বড় বড় হাসপাতালগুলোতে বিশেষ বিভাগের ব্যবস্থা রয়েছে।
করোনা মহামারির এই সময়ে বিয়ে করতে ইচ্ছুক তরুণ-তরুণীরা মক্কা মুকাররমার আল নূর স্পেশাল হাসপাতাল, হেরা হাসপাতাল, মা ও শিশু হাসপাতালসহ আরো কয়েকটি হাসপাতলে ডাক্তারি পরীক্ষা করিয়েছেন।
উল্লেখ্য, এসব স্পেশাল সেন্টারে চেকআপ এর মাধ্যমে রক্তের সমস্যা, বংশগত বিভিন্ন রোগ ও নানা ধরনের সমস্যা শনাক্ত করা হয়। চেকআপের জন্য আগে থেকেই ডাক্তারের অ্যাপোয়েন্টমেন্ট নিতে হয়। এ কেন্দ্রগুলো রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সেবা প্রদান করে থাকে।
এর মাধ্যমে মহামারীর সময়ে বিবাহ ও সুস্থ সাংস্কৃতিক বিকাশ হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে খবরে।
সূত্র: উর্দু নিউজ।
এনটি