বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


সফলভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন, মিনা ছাড়ছেন হাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সফলভাবে হজের আনুিষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। হারামাইন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাজিরা মিনায় কংকর নিক্ষেপ শেষে হারাম শরীফে বিদায়ী তাওয়াফ করছেন। এরপর প্রায় ৫০ শতাংশ হাজি আজ মিনাকে বিদায় জানাবেন।

বাকি ৫০ শতাংশ হাজি মিনায় অবস্থান করবেন এবং ১৩ জিলহজ্ মিনায় কংকর নিক্ষেপ করবেন।

মিনায় অবস্থানরত হাজীদের নিজের তাবু থেকে অন্যের তাবুতে যাওয়ার কোন অনুমতি নেই। কংকর নিক্ষেপের জন্য হাজীদের মাঝে সিডিউল তৈরি করা হয়েছে। হজ সমন্বয়ে কমিটির মাধ্যমে হজের কাজ সম্পন্ন করা হচ্ছে।

হাজীদের খাবার-দাবার সুস্থ রাখতে সব ধরনের সেবা প্রদান করা হচ্ছে।

الحجاج يصلون إلى صعيد عرفات

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর হজে অংশ নেওয়া ৬০ হাজার হাজির কারো মধ্যে করোনা সংক্রমনের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। বয়স্ক হাজীদের তাদের তাবু থেকে জামারায় কংকর নিক্ষেপ করার জন্য ৫’শ গাড়ি  ২৪ ঘন্টা প্রস্তুত রাখা হয়েছে।

সৌদি ধর্ম মন্ত্রণালয় হাজীদের মাঝে ৯০ হাজার ছাতা বিতরণ করেছে। মক্কায় ৭৫৫, মিনায় ২৭৪, আরাফা এবং মুজদালিফায় ১৯৮ অসুস্থ রোগীকে বিশেষ সেবা প্রদান করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর