আওয়ার ইসলাম ডেস্ক: শিগগিরই মুক্তি পাচ্ছেন পবিত্র মক্কাতুল মোকাররমা নিয়ে বিতর্কিত মন্তব্য করে জেলে যাওয়া হরিশ বানগেরা। কর্নাটকের নাগরিক হরিশ বানগেরা ধর্ম অবমাননার (ব্লাসফেমি) দায়ে ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে জেলে আছেন।
তিনি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন এবং ভারতে ফিরে আসছেন। মঙ্গলবার এ সংবাদ জানিয়েছে দ্যা সিয়াসাত ডেইলি।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সৌদি আরবের দাম্মামের এক কোম্পানিতে এয়ারকন্ডিশনের মিস্ত্রির কাজ করতেন হরিশ বানগেরা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, মক্কা শরীফে রাম মন্দির বানানো হবে।
তার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিভিন্ন ব্যক্তি। পরে সৌদি কর্তৃপক্ষের নজরে এলে তাকে গ্রেফতার করা হয়।
হরিশ বানগেরা মক্কা নিয়ে বিতর্কিত মন্তব্য করেই ক্ষান্ত হননি। তিনি সৌদি যুবরাজ ও মুসলিমদের বিভিন্ন পবিত্র স্থান নিয়েও বাজে মন্তব্য করেছেন বলে অভিযোগ আছে।
গ্রেফতার হওয়ার আগে তিনি আবার ক্ষমাও চান। তাকে বলতে শোনা যায় যে আমি ভুল করেছি, আমাকে দয়া করে ক্ষমা করেন। আমি আর এ ধরনের পোস্ট আপলোড করব না। আমি মুসলিম ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করুন। আমি আমার কোম্পানি থেকে সমস্যার মুখোমুখি হয়েছি। কিন্তু এসব বাহানা তার গ্রেফতার আটকাতে পারেনি।
এদিকে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের (ইসলাম) ধর্মবিরোধী মন্তব্য সহ্য করা হবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। সূত্র : দ্যা সিয়াসাত ডেইলি
-কেএল