বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


আরাফার ময়দান থেকে মুজদালিফায় পৌঁছেছে হাজিদের কাফেলা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আরাফার ময়দানে হজের গুরুত্বপূর্ণ রোকন উকুফে আরাফা পালনের পর হাজিদের কাফেলা সূর্যাস্তের পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়েছে। হাজিদের বড় একটি অংশ আরাফাতের ময়দানে জাবালে রহমতে দোয়া করেছেন।

May be an image of outdoors

May be an image of child, standing and outdoors

আরাফার ময়দান থেকে হাজিদের মুজদালিফায় নিয়ে যেতে ১৫’শ বাস বিকেল চারটার দিকে মিনায় হাজীদের তাঁবুর বাইরে পৌঁছে গিয়েছিল। সামাজিক দূরত্ব মেনেই তাদেরকে মুজদালিফায় পৌঁছে দেওয়া হয়েছে।

May be an image of one or more people, twilight and sky

সৌদি আরবের সরকারি নিউজ এজেন্সির খবর অনুযায়ী, সূর্যাস্তের পর পরই হাজীদের কাফেলা মাগরিবের নামাজ না পড়ে আরাফার ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেন। মুজদালিফায় পৌঁছে সেখানে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করেছেন। আজ পুরো রাত তারা সেখানেই কাটাবেন।

May be an image of 1 person, standing and sitting

হাজিদেরদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মুজদালিফা হজের তিনটি গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে অন্যতম বড় একটি জায়গা। এটি আরাফার ময়দান ও মিনার মাঝামাঝি অবস্থিত। হাজিরা এখানে ফজর পর্যন্ত অবস্থান করেন। এখান থেকেই মিনায় জামারাতে নিক্ষেপ করার জন্য কংকর  সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে মিনার উদ্দেশে রওনা হবেন।

May be an image of outdoors

মঙ্গলবার সৌদি আরবে ঈদুল আজহার দিন মিনায় হাজির হয়ে তিনটি জামারায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপকালে ভিড় এড়াতে নির্ধারিত দূরত্বে জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে হাজিরা পাথর নিক্ষেপ করবেন।

May be an image of 3 people, people standing and outdoors

সৌদির স্বাস্থ্য মন্ত্রী আল-আরাবিয়া কে জানিয়েছেন, হাজীদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি সর্বোচ্চ খেয়াল করা হচ্ছে। সামাজিক দূরত্ব ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

https://twitter.com/i/status/1417160895105486852

এনটি


সম্পর্কিত খবর