আওয়ার ইসলাম ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জামিনের খবর।
তবে কাছাকাছি নামের ময়মনসিংহের দুধ মহল মসজিদের খতিব ও স্থানীয় ইত্তেফাকুল উলামার সহ-সম্পাদক মুনজুরুল হক আজ (১৯ জুলাই) জামিনে মুক্তি পেয়েছেন।
তার জামিনকেই অনেকে জমিয়ত মহাসচিব মাও. মুঞ্জুরুল ইসলাম আফেন্দীর জামিন বলে প্রচার করছেন। বিষয়টি একাধিক সূত্রে আওয়ার ইসলাম নিশ্চিত হয়েছে।
জানা গেছে, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বর্তমানে হেফাজতের মামলায় কারাগারে আছেন। চলতি বছরের গত ১৫এপ্রিল ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এখনো পর্যন্ত তাঁর জামিন হয়নি।
নেটিজেনরা নিজেদের সোশ্যাল আইডি থেকে মাও. মুঞ্জুরুল ইসলাম আফেন্দীর জামিনের খবরটি প্রচার করে গুজব ছড়াচ্ছেন বলে জানা গেছে। যা ডিজিটাল আইনে অপরাধ হিসেবে গণ্য। এই বিষয়ে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, যারা না জেনে যাচাই ছাড়া গুজব ও মিথ্যা সংবাদ প্রচার করছে, প্রমাণিত হলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।
এমডব্লিউ/