জুলফিকার জাহিদ।।
হজের কার্যক্রম শুরুর জন্য হাজিরা মক্কা মুকাররমায় আসতে শুরু করেছেন। আজ শনিবার ( ১৭ জুলাই) সকাল থেকেই তারা তাওয়াফে কুদুম শুরু করে দিয়েছেন।
করোনা মহামারীর বিষয়টি সামনে রেখে এবার নির্দিষ্ট পরিমাণ হাজীদের হজ্ব পালনের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ গাইড লাইন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, মসজিদুল হারামে প্রবেশের পূর্বে হাজীদের ৬ হাজার জন ভাগ করে গ্রুপ বানানো হয়েছে। যারা ৩ ঘণ্টা পর প্রথম গ্রুপের তাওয়াফ শেষে মসজিদুল হারামে প্রবেশ করবেন।
তাওয়াফে কুদুমের প্রথম পর্ব শনিবার স্থানীয় সময় সকাল ৬ টা থেকে শুরু হয়েছে এবং (সৌদি আরবে ৮ জিলহজ) রাত নয়টা পর্যন্ত চালু থাকবে।
সৌদি মিডিয়াগুলোর খবরে বলা হয়েছে, সোমবার হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন এবং মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।
এবছর সৌদি আরবে অবস্থানরত ৬০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন।
এ বছর মসজিদে হারাম থেকে আরাফার ময়দান ও মুজদালিফার জন্য পায়ে হেঁটে যাওয়ার অনুমতি পাবেন না কেউ।
সৌদি মিডিয়াগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আরাফার ময়দানে যাওয়ার জন্য বিশেষ বাস চালু করা হবে।
সূত্র: আল-আরাবিয়া
এনটি