আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৭ জুলাই শনিবার থেকে শুরু হচ্ছে করোনাকালে দ্বিতীয় হজের আনুষ্ঠানিকতা। সেদিন সন্ধ্যা নাগাদ মক্কায় পৌছানোর অনুমতি পাবেন মুসল্লিরা।
বহির্বিশ্বের কেউ পবিত্র হজে যোগদানের অনুমতি পাননি। পেয়েছেন সৌদির ৬০ হাজার মুসল্লি। এবার সার্বিক নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যগত দিক বেশি গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
হজ পালনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বেশ জোড়েশোরে। সংযুক্ত করেছে নিত্যনতুন প্রযুক্তিও। বসেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত ৪টি অভ্যর্থনা সেন্টার।
সেখান দিয়ে কাবা শরীফে প্রবেশ করতে হবে। সেগুলো হলো- আল জাইদি, আল নাসিম, আল শারায়েই এবং আল নূরিয়া। গেইটে ঢুকতে থাকবে মন্ত্রণালয়ের ইস্যুকৃত স্মার্ট কার্ড।
১৯ জুলাই আরাফাত দিবস। সব আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার পশু কোরবানি করবেন মুসলিমরা।
-এটি