বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


আজ জমিয়তের আমেলার বৈঠক; আসতে পারে বিএনপি জোট ছাড়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

আজ কেন্দ্রীয় আমেলার বৈঠক করছে প্রাচীন ধর্মীয় রাজনৈতিক সংগঠন ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।’ জমিয়তের পুরানা পল্টন কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠক থেকে দলটির বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ছাড়ার ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার রাতে বিএনপি জোট ছাড়ার সিদ্ধান্ত নেয় জমিয়ত। আজ জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়া উদ্দীন ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া উপস্থিত থেকে এ ঘোষণা দেবেন।

সূত্র বলছে, বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে জমিয়তের ঢাকার পুরানা পল্টন কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। জোহরের নামাজের পরই দলীয় বৈঠক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বৈঠক বিষয়ে বিষয়ে জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, আজকে আমাদের বিশেষ আমেলার বৈঠক রয়েছে। কয়েকজন মুরব্বি এখনও এসে পৌঁছাননি। তারা এলেই বৈঠক শুরু হবে।

জমিয়ত আজ ২০-দলীয় জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে কিনা— এ বিষয়ে তিনি বলেন, এমনটিই হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা বিকালের মধ্যে প্রেস রিলিজ পাঠিয়ে দেব।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নিবন্ধন নং ২৩। ২০০১ সালে সংগঠনটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়। ২০০১ সালের নির্বাচনে দলটির দুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ