আওয়ার ইসলাম ডেস্ক: হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিক নিহতের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ ৮ জনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত কোম্পানিটির জুস কারাখানায় বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ড ঘটে।
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন আজ শনিবার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এদিন বিকেলে ওই ৮ জনকে আদালতে হাজির করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান ইসমাইল বলেন, গ্রেপ্তার ৮ জনের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তবে আদালত ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, আজ শনিবার দুপুরে সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ (৭০) ওই ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যরা হলেন— হাসিব বিন হাশেম (৩৯), তাওসীব ইব্রাহিম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), তারেক ইব্রাহিম (৩৫), শাহান শাহ আজাদ (৪৩), মো. সালাউদ্দিন (৩০) এবং মামুনুর রশিদ (৫৪)।
এদিকে, ২৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে উদ্ধার কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন। আজ শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে পুলিশ ও কারখানার কর্মকর্তাদের কাছে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
-এটি