বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


সৌদি আরবে দেখা যায়নি জিলহজের চাঁদ, ঈদুল আজহা ২০ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী সৌদি আরবে ঈদুল আযহা পালন করা হবে আগামী  (মঙ্গলবার) ২০ জুলাই ।

সৌদি গণমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি আরবের রিয়াদে জিলহজের চাঁদ দেখার জন্য কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সৌদি সুপ্রিমকোর্টের পক্ষ থেকে চাঁদ দেখার জন্য গঠিত কমিটি সৌদি আরবের কোথাও চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া সৌদি চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জিলহজের চাঁদ দেখার জন্য নাগরিকদের আহ্বান করা হয়েছিল; কিন্তু নাগরিকদের কেউ চাঁদ দেখতে পারেননি বলে জানা গেছে।

No description available.

সৌদি মিডিয়ার খবর অনুযায়ী আগামীকাল ১১ জুলাই (রবিবার) সৌদিতে জিলহজের প্রথম তারিখ। সে অনুযায়ী হজের গুরুত্বপূর্ণ রোকন উকুফে আরাফা আরাফা ১৯ জুলাই পালন করা হবে।

উল্লেখ্য, সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ আরো বেশ কিছু দেশে ২০ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ