নুরুদ্দীন তাসলিম।।
বৃহস্পতিবার ( ৮ জুলাই) বাদ ফজর আল্লামা তাকি উসমানির ওপর চাকু দিয়ে হামলার চেষ্টা চালানো হয়েছিল। সে ঘটনায় গ্রেপ্তার ‘ঘাতক’ আসেম লায়েকের ব্যাপারে আরো নতুন তথ্য সামনে এসেছে। গ্রেফতার ব্যক্তি মানসিক রোগ সিজোফ্রেনিয়ায় ভুগছেন বলে দাবি করেছেন তদন্তকারী পুলিশ।
পুলিশ আরো জানিয়েছেন সে ব্যক্তি ২০১৫ সাল থেকে গুলশান ইকবাল এলাকায় আল সায়েদ সাইক্রেটিক ইনস্টিটিউট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ছিলেন।
ইনস্টিটিউটের দায়িত্বশীল ডাক্তার আজমল কাজমী পাকিস্তানের গণমাধ্যম সামা নিউজকে জানিয়েছেন, আল্লামা তাকি উসমানির ওপর হামলাকারী আসেম লায়েক সিজোফ্রেনিয়ার রোগী এবং সে তার অধীনেই এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ডাক্তার আজমলের বর্ণনা মতে, এজাতীয় রোগী অমূলক সন্দেহ করে এবং এই রোগীরা এমন কিছু জিনিস তার চোখের সামনে দেখে ও কানে শুনে বাস্তবে যার কোন অস্তিত্ব নেই।
ডাক্তার-এর বর্ণনা মতে, ‘আশপাশের মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এমন আশঙ্কা থেকে আসেম লায়েক অদ্ভুত ধরনের আচরণ করতো। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত অন্যান্য রোগীদের মতো আসেম লায়েকও তার পরিবারসহ অন্য যে কোন মানুষকে নিজের শত্রু মনে করত’।
ডাক্তার আজমল কাজমী বলেন, আসেম লায়েক কেন তার সাথে চাকু রেখেছিল এটা তো আমি বলতে পারব না; কিন্তু এজাতীয় রোগীরা নিজেদের চিন্তা-চেতনায় সব সময় এক ধরনের শত্রুর উপস্থিতি অনুভব করেন এবং তাদের থেকে রক্ষা পেতে নিজেদের সাথে কিছু রাখার চেষ্টা করেন।
ডাক্তারের বর্ণনামতে, ‘আসেম লায়েকের পরিবার তাকে বিয়ে করিয়েছিলেন এটা ভেবে যে, হয়তোবা সে বিয়ের পরে ঠিক হয়ে যাবে। কিন্তু রোগের কথা জানতে পেরে গত ডিসেম্বরে আসেম লায়েকের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর সে ওষুধ নেওয়া বন্ধ করে দেয়। তার অবস্থা আগের মত খারাপ হয় বলে ডাক্তারকে জানিয়েছিলেন আসেম লায়েকের বোন’।
ডাক্তার আরো বলেন, আল্লামা তাকি উসমানির ওপর হামলা চেষ্টার ঘটনায় গ্রেফতার আসেম লায়েক একজন ধর্মপ্রাণ মানুষ, সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং সে মুফতি তাকি উসমানীর প্রতি শ্রদ্ধাশীল।
প্রসঙ্গত, আল্লামা তাকী উসমানীর ওপর চাকু দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে গত ( ৮ জুলাই) বৃহস্পতিবার বাদ ফজর । ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনকে আটক করে। ‘ঘাতকে’র কাছে থাকা ছুরিটি পুলিশি হেফাজতে নিয়ে যায়।
এই ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে আসেম লায়েক নামের সেই ‘ঘাতকে’র বিরুদ্ধে। পরে তাকে শুক্রবার আদালতে হাজির করে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সূত্র: সামা নিউজ
এনটি