বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


তৃতীয় কোনো পক্ষে আফগানিস্তানকে ব্যবহার করতে দেয়া হবে না: তালেবানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

আফগানিস্তানের মাটিকে তৃতীয় কোনো দেশ বা পক্ষের স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন তালেবান। রাশিয়ার রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তালেবান নেতা শিহাব উদ্দিন দেলাওয়ার ও সোহেল শাহীন। খবর জিও নিউজের।

এ সময় তারা বলেন, আফগানিস্থানে আইএস এর কার্যক্রম বন্ধ ও মাদক নির্মূলে সবধরনের চেষ্টা অব্যাহত থাকবে।

এই দুই নেতা বলেন, আমরা চাই নতুন সরকার গঠনে আফগানিস্তানের সব ধরনের নাগরিক ভূমিকা রাখুক। তাবা বলেন, তালেবান জাতিগত সংখ্যালঘুদের অধিকারকে সম্পূর্ণরূপে শ্রদ্ধা করে।

সংবাদ সম্মেলনে  তারা আরো বলেন, আফগানিস্তানে ইসলামি আইন ও আফগান সংস্কৃতির অধীনে শিক্ষা-দীক্ষার অধিকার থাকা উচিত।

তালেবান নেতাদের মতে, তালেবানের অধীনে থাকা সীমান্ত  ও ৮৫ শতাংশ এলাকাতে ব্যবসা-বাণিজ্য, স্কুল, হাসপাতাল বৃদ্ধিসহ সব ধরনের কার্যক্রম জারি রয়েছে।

আফগানিস্থানে সহায়তা কার্যক্রম চালু রেখেছে এমন আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি তালেবানের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে; তারা যেন আফগানিস্তান ছেড়ে না গিয়ে দেশটিতে তাদের সহায়তা কার্যক্রম চালু রাখেন।

তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন শাসন ব্যবস্থা তৈরির জন্য আফগান নেতাদের সাথে আলোচনা চলছে।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে, এরমধ্যে তালেবান তাদের প্রভাব বিস্তার করে আফগানিস্তানের প্রায় ৮৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন বলে জানা গেছে। সূত্র: জিও নিউজ।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ