শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে বসে বাংলাদেশর বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

২০২০ সালে বিশ্বে উদ্বাস্তু সাড়ে পাঁচ কোটি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ ও নানা দ্বন্দ্ব-সংঘাতে গত বছরে বিশ্বের ১৪৯টি দেশ ও ভূখণ্ডে নতুন করে উদ্বাস্তু মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ। এর মধ্যে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু ৪ কোটি ৫ লাখ ছাড়িয়েছে। আর বাংলাদেশে এর সংখ্যা ৪৪ লাখ ৪৩ হাজার ২৩০ জন।

এ ছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিশ্বে উদ্বাস্তু হয়েছে ৩ কোটি ৭ লাখ টাকা মানুষ এবং সংঘাতের কারণে উদ্বাস্তুর সংখ্যা ৯৮ লাখ।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের (আইডিএমসি) ‘গ্লোবাল রিপোর্ট অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ২০২১’ এর সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় ও সংঘাতে সারা বিশ্বে যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতি ঘটেছে সেখানে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

আইডিএমসির প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে উদ্বাস্তু মানুষের তালিকার শীর্ষে রয়েছে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীন। দেশটিতে এক বছরেই উদ্বাস্তু হয়েছেন ৫০ লাখ ৭৪ হাজার মানুষ। দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপাইন। সেখান প্রাকৃতিক বিপর্যয়ে ৪৪ লাখ ৪৯ হাজার এবং সংঘাতে এক লাখ ১১ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছেন।

এ ছাড়া চতুর্থ স্থানে থাকা ভারতে প্রাকৃতিক বিপর্যয়ে ৩৮ লাখ ৫৬ হাজার এবং সংঘাতে উদ্বাস্তু হয়েছেন আরও ৩ হাজার ৯০০ জন। পঞ্চম স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ