শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

মদিনা আমার প্রেম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আবুল খায়ের গৌহরী।।

মদিনা থেকে দূরে বহুদূরে দূরের এক দেশে আমার জন্মভূমি। আমার হৃদয় ব্যাকুল আল্লাহর ঘরের দিদার পেতে, সোনার মদীনার পেয়ারা হাবিবের রাওযা যিয়ারত করতে, কালো গিলাফের সৌন্দর্যে এবং সবুজ গম্বুজের স্নিগ্ধতায় হৃদয়-প্রাণ শীতল করতে।

আমার মন অস্থির আলোর মিনার, মিনারের আলো দেখতে, সবুজের জান্নাত এবং জান্নাতের সবুজের সুবাস পেতে। দিল বেকেরার আমার মদীনার ধুলোবালির সুরমা মাখতে, মদীনার খেজুর বাগানের ছায়া পেতে, মদীনার জাবালে উহুদের একটুখানি ভালোবাসা নিতে এবং মসজিদুন নবীর মোবারক জামাতে শামিল হতে।

আমার যেতে ইচ্ছে করে হযরত আবু আইয়ূব আনসারী রা. এর ধুলোমাখা এবং হযরত আব্দুল্লাহ ইবনে সালামের স্মৃতিধন্য শহর সোনার মদীনায়, মদীনার সবুজ গম্বুজের ছায়া পেতে এবং সেই সবুজের জামাল-সৌন্দর্যের নূরান্নিয়াত ও স্নিগ্ধতায় মুগ্ধ হতে আমার বড় শওক জাগে।
আমার ইচ্ছে করে সামান্য সময়ের জন্য হলেও সোনার মদীনার মানুষের সাথে কিছু অবস্থান করতে, মদীনার অলিতে-গলিতে ঘুরতে এবং মদীনার মাটি,মদীনার ধুলো ও মদীনার বাতাস গায়ে লাগাতে।

যেতে ইচ্ছে করে আমার সেই শহরে যারা বাসিন্দারা বরণ করেছিলো নবী সা.কে সুরের মালা দিয়ে "তালাআল বাদরু আলাইনা "গেয়ে গেয়ে,সেই শহরে যেখানে গেলে চোখ অশ্রু সিক্ত হয়, পাষাণ হৃদয় ও পাথর দিল বিগলিত হয়। যেখানে আসমান থেকে নূরের শিশির ঝরে, আর রহমতের করুণাধারা বর্ষিত হয়।

আমার বুকের ভিতর স্বপ্নের জোনাকিরা জ্বলছে, নিভছে। এক রকমের বিষন্নতা বিরাজ করছে আমার দেহে,অন্তরে, আমার সমগ্র অস্তিতে।

হায় দূর দেশ থেকে কত সাগর-মরুসাগর পাড়ি দিয়ে যদি আমি হাযির হতে পারতাম স্বপ্নের শহর সোনার মদীনায়!! আমার তো অনেক কিছু নিবেদন করার ছিলো! কিছু আকুতি,কিছু মিনতি, কিছু কষ্ট, কিছু ব্যথা। যদি জীবনের অশান্ত সমুদ্র পাড়ি দিয়ে কিশতি তীরে এসে ভীড়তো? আমার জীবনের লালিত স্বপ্নের সবকটি ফুল একে একে প্রস্ফুটিত হতো? তাহলে তো হৃদয় জগতে এবং কলবের জাহানে অনেক কিছু হতো, আলোর বিচ্ছুরণ, নূরের উদ্ভাস,ফুলের সুবাস,একটু হাসির আভাস।

আমি যখন ভাবনায় হারিয়ে যাই তখন আমি আমাকে হারিয়ে ফেলি, হারিয়ে ফেলি আমি আমার সব অনূভব-অনূভতি।থাকে শুধু তখন একটা আকুতি! একটা মিনতি!যিয়ারতে মদীনার সৌভাগ্য যেন হয়। রাওযায়ে আতহারের দর্শন যেন লাভ হয়।

একদিন হঠাৎ করে আমি তন্ময় হলাম। তখন আমি দেখতে পেলাম- মসজিদুন্নবী ও রাওযাতুন্নবীর দৃশ্য। আমি একবার তাকাই মসজিদুন্নবীর দিকে,আরেকবার তাকাই রাওযাতুন্নবীর দিকে। তখন যেন আমি দেখতে পেলাম রাসূল সা.-র জামানার খেজুর পাতার মসজিদ। মসজিদের চারিদিকে যেন নূরের আলো, আলোর বন্দর। দুরু দুরু বুকে, কম্পিত হৃদয়ে আমি মসজিদে প্রবেশ করলাম। দেখতে পেলাম নূর ও নূরান্নিয়াত ওয়ালা এক জামাত। মিম্বরে বসে আছেন একজন সুদর্শন পুরুষ। মুখে তাঁর নূরের আভাস, উপস্থিত সবাইকে খেতাব করছেন তিনি। বাহ কী চমৎকার বক্তৃতা! আর কী মুবারক জামাত!!

তারপর তাকিয়ে রইলাম আলোর মিনারের দিকে। এমনি ভেসে এলো আজানের সু-মধুর ধ্বনি। যেন হযরত বিলালের রা.কণ্ঠে বিলালি আযান। আমি অনেক আযান শুনেছি তবে আজকের আজান যেন অন্যরকম। সামনে রাওযাতুন্নবী সা.। ইশকের পরওয়ানা ও প্রেমের পতঙ্গ যারা, পতঙ্গ দলের মত ছুটে আসছে রাওযাতুন্নবীর দিকে দরুদ ও সালামের হাদিয়া এবং ইশক ও মুহাব্বাতের নাযরানা পেশ করতে। আমিও তাদের সঙ্গে শরীক হলাম এবং দরুদ ও সালামের হাদীয়া পেশ করলাম, এরপর হঠাৎ করে আমার তন্ময়তার ভাব কেটে গেলো, আমি জেগে উঠলাম।

লেখক: শিক্ষার্থী, মারকাযুদ্ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা, দাওরাতুল হাদিস, মাদরাসাতুল উলূম দারুল হাদীস হরিপুর,জৈন্তাপুর, সিলেট।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ