আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলে অনুমতি দেয়ার দাবি জানিয়েছেন লঞ্চ মালিকরা। শনিবার (২২ মে) রাজধানীর সদরঘাটে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।
এসময় মালিকরা কয়েকটি দাবী জানান, ১. আগামী ২৪ মে হতে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হোক।
২. শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার জন্য সংস্থার পক্ষ হতে গত ৫ মে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান বরাবর প্রণোদনার জন্য যে আবেদন করা হয়েছে তা অনতিবিলম্বে মালিকদের মাঝে বন্টন করা হোক।
৩. এনবিআর কর্তৃক ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ৬ মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ করতে হবে।
৪. বিআইডব্লিউটিএ এর ৬ মাসের কঞ্চারভেঙ্গি ও বার্দিং চার্জ মওকুফ করতে হবে।
৫. নৌ পরিবহন অধিদপ্তরের ৬ মাসের সার্ভে ফি মওকুফ করতে হবে।
-এএ