শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

আমাদের পর্যাপ্ত অক্সিজেন আছে : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারত থেকে নিয়মিত আমাদের যে অক্সিজেন আসত, সেটি গত এক সপ্তাহ ধরে বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। তবুও আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের যে অক্সিজেন আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট।

বুধবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে ১৫০ শয্যার অ্যাজমা সেন্টারকে করোনা হাসপাতাল হিসেবে উদ্বোধনের অনুষ্ঠানে (ভার্চুয়াল) যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা লিক্যুইড অক্সিজেন ব্যবহার করেছি, পাশাপাশি আমরা এখন গ্যাস অক্সিজেনের ব্যবহারের ব্যবস্থা করেছি। আমরা লিক্যুইড অক্সিজেন আরও বেশি করে মজুত করারও ব্যবস্থা করেছি। এখনও আমরা ভালো আছি। কিন্তু আমরা চাই না, রোগীর সংখ্যা তিনগুণ বেড়ে যাক। তখন আমরা সামাল দিতে সমস্যায় পড়ে যাব।

তিনি বলেন, ভারত এত বড় ও শক্তিশালী রাষ্ট্র, কিন্তু আজ ভারতের প্রধানমন্ত্রী বলছেন, করোনা ভাইরাস তাদেরকে নাড়িয়ে দিয়েছে। এত বেশি রোগী যদি হয়ে যায়, তাহলে তো কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব নয় এটাকে নিয়ন্ত্রণ করা। তাদের অক্সিজেন, ওষুধ এবং হাসপাতালগুলোতে শয্যার অভাব হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, বেবিট্যাক্সিতে ওখানকার (ভারত) হাসপাতালের সামনে রোগীরা অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে, সেখানেই মারা যাচ্ছে। তারা হাসপাতালের ভেতরেও ঢুকতে পারছে না। আল্লাহর রহমতে আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটেনি।

জাহিদ মালেক বলেন, আমাদের দেশে প্রত্যেকটা রোগীকে হাসপাতালে জায়গা দেয়া হয়েছে। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলো আমাদেরকে সহযোগিতা করেছে। শুরুতে তাদের এক হাজার শয্যা থাকলেও পরবর্তী সময়ে সেটিকে তারা দুই হাজার শয্যা করেছে। আমরাও সরকারিভাবে ছয় থেকে সাত হাজার শয্যার ব্যবস্থা করেছি। কিন্তু এভাবে যদি রোগীর সংখ্যা বাড়তে থাকে, তাহলে তো একটা পর্যায়ে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।

মন্ত্রী বলেন, আমাদের সংক্রমণের হার কমে আসছে। গত সপ্তাহে সংক্রমণের হার ২৪-এ উঠেছিল। এখন তা কমে ১২/১৩-তে নেমেছে। এটা আমাদের জন্য আশার আলো। আমরা চাই এটা আরও কমে আসুক। এই সময়ে যদি আমরা সবাই মিলে একযোগে কাজ করি, তাহলে আমরা করোনাকে প্রতিরোধ করতে পারব।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি। ওনার পরামর্শ নিয়ে কাজ করছি। তিনি টিকার জন্যও কাজ করছেন। স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। আমরা সেইভাবে কাজগুলো করে যাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ