আওয়ার ইসলাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর পরিবর্তন হচ্ছে। আগামী ১১ এপ্রিল সকাল ১১টা থেকে ১১ ডিজিটের বিদ্যমান ৯৫৫৫৫৫৫ নম্বরের পরিবর্তে নতুন নম্বর হচ্ছে ০২২২৩৩-৫৫৫৫৫।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ১১ ডিজিটের এই নতুন ফোন নম্বরে যে কোনো ল্যান্ডফোন এবং মোবাইল ফোন থেকে সহজেই কল করা যাবে। এর জন্য অতিরিক্ত আর কোনো নম্বর চাপতে হবে না। ১১ ডিজিটের এই ফোন নম্বরের সাহায্যে একই সঙ্গে ১০ জন সেবাগ্রহীতা ফোন কল করার সুযোগ পাবেন।
এ ব্যপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানান, বর্তমান সরকারের সময়ে সব দিক থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিকায়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় টেলিফোনে সেবা গ্রহণকারীদের জন্য উন্নত যোগাযোগসুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এমডব্লিউ/