আওয়ার ইসলাম: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হান্নান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে তিনি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডাক্তার মোস্তফা কামাল। তিনি সাংবাদিকদের জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসক আব্দুল হান্নান আইসিউতে মারা গেছেন। এর আগে গত মঙ্গলবার আব্দুল হান্নানকে গুরুতর অবস্থায় আইসিইউতে নেয়া হয়। গত শুক্রবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৮ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ২৬০ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৮৮ হাজার ৮০০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২৫ লাখ ৫০ হাজার ৭৭৪ জন।
-এএ