বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


করোনায় পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে বিয়ের অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণে লাগাম টানতে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ হতে যাচ্ছে পাকিস্তানে।

আজ রোববার এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটির ন্যাশনাল কমান্ড এন্ড অপারেশন সেন্টার বা এনসিওসি।

ঘোষণায় বলা হয়, আগামী ৫ এপ্রিল থেকে যেসব শহর ও জেলায় আক্রান্তের হার ৮ শতাংশের বেশি সেখানে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ থাকবে। পাকিস্তানে আঘাত হেনেছে করোনার তৃতীয় ঢেউ। এটি নিয়ন্ত্রণেই নতুন করে কড়াকড়ি আরোপের কথা ভাবছে দেশটি।

পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আসাদ উমর এই ঘোষণা দিয়েছেন। এসময় ভিডিও কনফারেন্সে তার সঙ্গে যুক্ত ছিলেন দেশটির ৪ প্রদেশের মুখ্যমন্ত্রীরা। এতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা আভ্যন্তরীণ অনুষ্ঠানের জন্যেও কার্যকর থাকবে।

দেশটিতে আজ রোববার ৪ হাজার ৭৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে একটানা তৃতীয় দিনের মতো ৪ হাজারের ওপরে রয়েছে শনাক্তের সংখ্যা। সর্বশেষ এক দিনে দেশটিতে করোনায় মারা গেছেন ৫৭ জন। ২০২০ সালের ২১ জুনের পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা দেশটিতে।

-এটি


সম্পর্কিত খবর