বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


করোনার দ্বিতীয় ভ্যাকসিন বাজারে আনবে সিরাম ইনস্টিটিউট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেপ্টেম্বরে করোনার দ্বিতীয় ভ্যাকসিন বাজারে আনার ঘোষণা দিয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট।

দেশটিতে নোভাভ্যাক্স ও সিরাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে তৈরী 'করোভ্যাক্স' টিকার ট্রায়াল শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও আদর পুনাওয়ালা। বৃহস্পতিবার থেকে এ দেশে কোভোভ্যাক্স’-এর ট্রায়াল শুরু হয়েছে বলেও জানান তিনি।

শনিবার এক টুইট বার্তায় তিনি জানান, অবশেষে ভারতে কোভোভ্যাক্সের ট্রায়াল শুরু হল। নোভাভ্যাক্স এবং সিরামের যৌথ উদ্যোগে তৈরি এই টিকা কোভিডের দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনের নতুন প্রজাতির বিরুদ্ধে সব মিলিয়ে ৮৯ শতাংশ প্রতিরোধক। আশা করি সেপ্টেম্বরেই এটি ছাড়া যাবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্য়োগে তৈরি টিকা ‘কোভিশিল্ড’-এর উৎপাদন করছে সিরাম। চলতি বছরের জুনেই তাদের দ্বিতীয় টিকা ‘কোভোভ্যাক্স’ প্রয়োগের জন্য তৈরি হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে তা পিছিয়ে গিয়ে সেপ্টেম্বরে হতে পারে বলে মনে করছেন তিনি।

এদিকে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনা ভাইরাস দমন সম্ভব না হলে নতুন ধরণের মিউটেশনে তা ভ্যাকসিন প্রতিরোধী ক্ষমতা তৈরীর মাধ্যমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছে জার্মানি।

দেশটি মহামারির সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় পার করছে উল্লেখ করে কর্তৃপক্ষ বলছে, এরপর করোনা মোকাবিলার জন্য নতুন টিকা তৈরী করে নাগরিকদের তা নিতে হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর