আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় সব ধরনের অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে সচেতনভাবে করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ রোববার সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেন তিনি। একই সাথে মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আলোচনা সভায় যোগ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ২১টি বছর ইতিহাস বিকৃত করে জাতির পিতার নাম মুছে ফেলা হয়েছিল। বাংলাদেশকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তা রুখে দেয়। সরকার মানুষের মৌলিক অধিকারগুলো এক এক করে নিশ্চিত করে যাচ্ছে জানিয়ে দলের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব পড়ছে, তাই একটি জমিও যেন অনাবাদি না থেকে তা নিশ্চিত করতে আবারো নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন নিলেও মাস্ক ব্যবহারসহ সবধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আবারো জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-এটি