বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


যুবলীগ কর্মীকে গাড়িচাপায় হত্যাচেষ্টার অভিযোগে কাউন্সিলর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় মহানগর যুবলীগের সদস্য রোকন উদ্দিনকে গাড়িচাপায় হত্যাচেষ্টার অভিযোগে সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিলকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় নগরীর চকবাজার কাশারীপট্টি এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটক করে। এর আগে বিকেলে নগরীর ছাতিপট্টি এলাকায় রোকনকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। আহত রোকন উদ্দিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টার দিকে সাম্প্রদায়িকতাবিরোধী মিছিল নিয়ে কাশারীপট্টি মসজিদের সামনে দিয়ে মহানগর আওয়ামী লীগের পার্টি অফিসে যাচ্ছিলেন রোকন উদ্দিন। বিকেল পৌনে ৪টার দিকে মিছিলটি নগরীর অজিত গুহ মহাবিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে এসে তাদের ওপর অতর্কিতে গাড়ি তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর সাইফুল।

এ ঘটনায় রোকন উদ্দিনসহ অন্তত ৫-৬ জন আহত হন। আহত রোকন উদ্দিন (৩৮), মাসুম (২৩) ও তানজীরকে (১৮) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগ কর্মী রোকন সাংবাদিকদের বলেন, গত নির্বাচনে ওই ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর সাইফুল বিন জলিলের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়াও এলাকায় বিভিন্ন বিষয়ে ওই কাউন্সিলরের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।

গাড়ির চাপায় তার বাম পা ভেঙে গেছে, ডান পায়েও গুরুতর আঘাত পেয়েছেন বলে জানান রোকন।

-এটি


সম্পর্কিত খবর