মোস্তফা ওয়াদুদ: আগামীকালের মধ্যে আমাদের সহযোদ্ধাদের মুক্তি না দিলে আমরা বিকাল ৩ টায় শাহবাগ থেকে প্রতিরোধ গড়ে তুলবো বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদ নেতা নুরুল হক নুর।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল ৩ টা ৩৬ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক লাইভে এসে সহযোদ্ধাদের মুক্তি চেয়ে এসব কথা বলেন ভিপি নুর।
তিনি বলেন, কোনরকমের উস্কানি ছাড়াই পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে আমাদের উপর হামলা করেছে। হামলায় আমাদের ৪৪ জন নেতাকর্মী আহত হয়েছে। ৩৮ জন আটক হয়েছে। আমরা আমাদের সকল আটককৃত সহযোদ্ধাদের নিঃশর্ত মুক্তি কামনা করছি। আগামীকালের ভেতর তাদের মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেয়া হয় তাহলে আগামীকাল বিকাল ৩ টায় শাহবাগ থেকে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি বলেন, আমরা আমাদের নেতাকর্মীদেরকে সবসময় এরকম নির্দেশনা দিয়ে রেখেছি যে, এ দেশের পুলিশ আমাদের প্রতিপক্ষ নয়। তারা হয়তো চাকরির কারণে আমাদের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে। কিন্তু তারা মূলত জনগণের জন্যই কাজ করে।
এমডব্লিউ/