আব্দুল্লাহ আফফান: জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি, আওলাদে রাসূল সাইয়েদ আল্লামা মাহমুদ মাদানী বলেছেন, আকাবিরদের জীবনী আমাদের জন্য নসিহত। তাদের জীবনের ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষা।
আজ বুধবার ঢাকার চৌধুরীপাড়ার জামিয়া ইকরা বাংলাদেশ সাইয়েদ আসয়াদ মাদানী জীবন কর্ম ও আলোচনা সভায় তিনি একথা বলেন। সভায় ‘স্মৃতির মলাটে ফিদায়ে মিল্লিত’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।
আল্লামা মাহমুদ মাদানী আফসোস করে উর্দূ কবিতা আবৃত্তি করে বই বিষয়ে বলেন, সাইয়েদ আসয়াদ মাদানী রহ.কে নিয়ে বইটি এমন লেখা হয়েছে, যা আমার অজানা। আশা করি বইটি উর্দূতেও অনুবাদ করা হবে। আকাবিরদের জীবনী আমাদের জন্য নসিহত। তাদের জীবনের ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষা। আকাবিরদের চলা-ফেরা, রাগ করা, সফর অবস্থায় তাদের আচরণ, ঘরে ছেলে-মেয়ে, স্ত্রীদের সাথে আচরণ আমাদের জন্য শিক্ষা।
তিনি আরও বলেন, বইটির বিষয়টি শুনে আমার মনে হচ্ছে- তিনি (আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ) এমন ঘটনা এনেছেন সেগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি।
সভাপতির বক্তব্যে আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, বইটি ‘হযরত ফিদায়ে মিল্লাত (রহ.) এর উপর মৌলিক জীবনী গ্রন্থ নয়। বরং এটা ফিদায়ে মিল্লাতের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ। এখানে অনেক গুরুত্বপূর্ণ আসেনি। আবার এমন অনেক বিষয়ও এসেছে যা অন্য কোথাও লেখা হয়নি।
তিনি বলেন, বাংলাদেশে এখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। বাংলাদেশের স্বাধীনতার পেছনে ফিদায়ে মিল্লিতের অবদান অনিস্বীকার্য। আর এর স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর বাংলাদেশ মুক্তিযোদ্ধা মৈত্রী সম্মাননায় ভূষিত করেছিল।
-এটি