আওয়ার ইসলাম: ২০ মার্চ ঐতিহাসিক নেজামে ইসলাম দিবস উপলক্ষে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি রোধ করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।
তিনি দিবসের তাৎপর্য ও গুরুত্ব এবং দার্শনিক দিক তুলে ধরে বলেন, যে লক্ষ্য অর্জনের প্রত্যয়ে নেজামে ইসলামের শুভ সূচনা হয়েছিল সে লক্ষ্যযাত্রায় পৌঁছার জন্য বিরামহীন পরিশ্রম ও আত্মত্যাগের বিকল্প নেই। সুতরাং পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের দেশ, জাতি ও মিল্লাতের অধিকার প্রতিষ্ঠার আগামীদিনের সংগ্রামে মর্দে মুজাহিদের ভুমিকা পালন করতে হবে।
পাটির ঢাকা মহানগর আমীর হাফেজ মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির সহকারি অর্থ সচিব মাওলানা আনোয়ারুল কবীর, দপ্ত সচিব মুফতী দীনে আলম হারুনী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী জোবায়ের আশরাফ, সাংগঠনিক সম্পাদক মাওলান আশরাফ আলী, ইসলামী শ্রমিক সামাজের কেন্দ্রীয় সভাপতি মুফতী ওয়াহিদুজ্জামান, সহকারি দপ্তর সচিব মাওলানা জহিরুল ইসলাম নেজামী, সহকারি অর্থ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা এমদাদ হোসাইন সাকী প্রমুখ।
-এটি