বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

২০ টি আসনে যেসব প্রার্থীর নাম ঘোষণা করলেন আব্বাস সিদ্দিকির দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ২৬ টি আসনের মধ্যে ২০ টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। বাকি ক্যানিং পূর্ব, জাঙ্গিপাড়া, ভাঙড়, মধ্যমগ্রাম, হাড়োয়া এবং ময়ূরেশ্বর এই ৬ টি আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তা পরে জানাবে পীরজাদার দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) ৷

বামেরা মোট ৩০ টি আসন আইএসএফ-র জন্য ছেড়ে দিয়েছিল ৷ তবে ৩০ টির মধ্যে ৪ টি আসনে প্রার্থী দেবে না বলে জানিয়ে দিয়েছিল আইএসএফ ৷ ওই চারটি আসন বামেদের ফিরিয়ে দিয়েছে ৷ কিন্তু কেন? বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আব্বাস৷ এমনটা নয় যে ওই ৪ টি আসনে আইএসএফের জেতার সম্ভাবনা নেই ৷ কিন্তু সেখানে বামফ্রন্টের শরিকদলগুলি প্রার্থী দিলে জেতার সম্ভাবনা নিশ্চিত ৷ তাই আসনগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে ৷

 

candidate list ISF

তিনি বলেন, আমরা চাই সংযুক্ত মোর্চার প্রার্থীরা সব আসনেই জিতুক ৷ তাই বৃহত্তর স্বার্থে ৪ টি আসন ফিরিয়ে দিয়েছি ৷ উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসন এবং দক্ষিণবঙ্গের দেগঙ্গা, মগরাহাটের মতো কয়েকটি আসনে প্রার্থী দেওয়া হবে ৷

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ