বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

জর্ডানে মৃত সাগর উপকূল থেকে ১৯’শ বছরের পুরনো তাওরাতের পাণ্ডুলিপির সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জর্ডানে ইহুদীদের দখল করা অঞ্চল এবং পশ্চিম তীরে মৃত সাগরের কাছে খনন কাজ চলাকালীন সময়ে ১৯০০ বছরের পুরানো তাওরাতের কিছু অংশ আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। তাওরাতের অংশবিশেষ ছাড়াও এর পাশে ছয় হাজার বছর পূর্বের একটি শিশুর মমিযুক্ত কঙ্কাল পাওয়া গেছে। খবর ইকনার।

সূত্র জানিয়েছে,প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন, প্রাপ্ত বাইবেলটি ১৯০০ বছরের পুরানো এবং এটি রোমীয়দের বিরুদ্ধে ইহুদিদের বিদ্রোহ চলাকালীন সময়ের অন্তর্গত। শামউন বারকুখবার নেতৃত্বে এই বিদ্রোহ ১৩২ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং প্রায় তিন বছর এই বিদ্রোহ অব্যাহত থাকার পর তা দমন হয়েছিল বলে মত দিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।

ইকনা জানিয়েছে, তাওরাতের অংশবিশেষ ছাড়াও বেশ কয়েকটি মুদ্রা, একটি তীরের সুচালো মাথা, কাপড়, স্যান্ডেল, চিরুনি এবং একটি বড় ঝুড়ি পাওয়া গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এই ঝুড়িটি কমপক্ষে ১০,৫০০ বছর পুরানো এবং এটি বিশ্বের প্রাচীনতম ঝুড়ি।

সূত্র: ইকনা।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ