আওয়ার ইসলাম: যশোর দারুল আরকাম মাদরাসার ফুজালাদের উদ্যোগে ‘ফুযালা সম্মেলন ২১’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১০ মার্চ) বুধবার যশোর দারুল আরকাম মাদরাসার ফুজালাদের উদ্যোগে এ ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফুযালা সম্মেলন মাদরাসার নায়েবে মুহতামিম ও আবনার তত্ত্বাবধায়ক মুফতি উবায়দুল্লাহ শাকিরএর সভাপতিত্বে, জামেয়ার মুফতি ও মুহাদ্দিস মুফতি রফিক শোয়াইব এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সকাল ৯ ঘটিকায় শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, আবনায়ে দারুল আরকাম এর পৃষ্ঠপোষক মাওলানা আব্দুল মান্নান। আরো বিশেষ নছীহত করেন মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আবু যর, মুফতী তাওহীদুর রহমান, মুফতী ওয়াহিদুর রহমান,মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা গোলাম মোস্তফা।
শোকরানা বক্তব্য রাখেন আবনার আহ্বায়ক মাওলানা তাওহীদুর রহমান ও প্রস্তাবনা পেশ করেন আবনার সদস্য সচিব মাওলানা সুলাইমান হাসান।
প্রধান অতিথির নছিহতে মাওলানা আব্দুল মান্নান বলেন, আমাদের নবি সাল্লাল্লাহু সাল্লাম এর ওয়ারিশ এ জন্য ইসলামের শান্তির বাণী সর্বজনের কাছে পৌঁছে দিতে হবে। তিনি ফুজালাদের উদ্দেশ্যে বলেন তোমরা আমাদের সম্পদ, আমাদের নাজাতে যাবার অসিলা। তাই সুন্নাত নফলসহ সব বিধান পরিপূর্ণ ভাবে আদায় করবে।
-এটি