বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


মানুষকে ঘরের দরজা খুলে ঘুমোনোর সুযোগ করে দিবেন মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর মানুষ যাতে নিরাপদে থাকতে পারেন, ঘরের দরজা খুলে ঘুমোতে পারেন তার জন্য সকল ব্যবস্থা হাতে নিচ্ছি। সিটির প্রতিটি রাস্তার মুখে ফটক নির্মাণ, সিসি ক্যামেরা ও সিকিউরিটি বসিয়ে এলাকার চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ দমন করা হবে।

গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় বুধবার দুপুরে ১০ শয্যা বিশিষ্ট প্রফেসর সিরাজুল হক জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মেয়র ওইসব কথা বলেন।

মেয়র আরো বলেন, মহানগীরর উত্তরের অংশে কাউলতিয়া এলাকায় একটি অর্থনৈতিক জোন করা হবে। সেখানে ৪শ কারখানা স্থাপন হবে। এর চারপাশে তৈরি হবে ৬লাখ শ্রমিক/মানুষের বসবাসের জন্য আবাসন ব্যবস্থা। নগরীর শিশুদের জন্য জাপান ও তুরস্কের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে প্রতিটি ১৫ বিঘার জমির উপর ১০টি স্কুল তৈরি করা হবে। যার প্রতিটি স্কুলে ১০হাজার শিক্ষার্থীর লেখাপড়ার সুযোগ পায়। এছাড়া প্রথম পর্যায়ে মহানগরীর বিভিন্ন স্থানে ৫ বিঘা থেকে ১৫বিঘা জমির উপর কবরস্থান নির্মাণ করা হবে।

অতি সম্প্রতি বিভিন্ন ওয়ার্ডের মুরুব্বীর নিয়ে বৈঠক ডেকে পরামর্শ নেয়া হবে কোথায় কি প্রয়োজন রয়েছে। তারপর তাদের সহযোগিতা নিয়ে ওইসব কাজের বাস্তবায়ন করা হবে। বাসায় যেতে যাতে কারো যেন সমস্যা নায় হয়, তারজন্য বাড়ি বাড়ি রাস্তা পৌঁছে দেয়া হবে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সিটির বিভিন্ন রাস্তা, ড্রেনসহ নানা অবকাঠামো নির্মাণের জন্য এ করপোরেশনকে ১০হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। যা দিয়ে সিটির নানা উন্নয়ন কর্ম চলছে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ