নুর আহমেদ সিদ্দিকী: আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর জামাতা আল্লামা আবুল কাসেম রহ. এর মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ মার্চ) বাদ আছর চট্টগ্রাম পতেঙ্গা হযরত খিজির আ. কমপ্লেক্সে আল্লামা আবুল কাসেম রহ. এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কমপ্লেক্সের পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার বলেন, আমার শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা আবুল কাসেম রহ. ছিলেন একজন সহজ, সরল এবং বহু গুণে গুণান্বিত আলেম। হুজুরের মৃত্যুতে কওমী অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। ইলমী কাননের এক উজ্জল নক্ষত্রের চির বিদায়ে আমি এবং আমার পরিবার গভীরভাবে শোকাহত।আমারা পাঁচ ভাই হযরতের ছাত্র।আল্লাহ হুজুরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।
শিক্ষা পরিচালক মাওলানা আনাছ আনোয়ার বলেন, আমার বিশ্বাসই হচ্ছে না- হুজুর না ফেরার পথে পাড়ি জমিয়েছে।মাদরাসায় পড়াকালীন হযরতের সংস্পর্শে কাটানো মুহুর্তগুলো বার বার মনে পড়ছে। আল্লাহ হজুরের সব ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান করে নিন।
উল্লেখ্য, আল্লামা আবুল কাসেম ছিলেন চট্টগ্রাম মদুনাঘাট ইউনুছিয়া মাদরাসার দীর্ঘ দিনের নাজেমে তালিমাত ও সিনিয়র মুহাদ্দিস। তিনি সুনামের সাথে হাদিসের দরস দিয়েছেন। গড়ে তুলেছেন হাজার হাজার দক্ষ আলেম। যারা ইসলাম, দেশ ও মানবতার সেবায় নিয়োজত।
-এএ